জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় শোয়ার ঘর সাজানো ও টিপটপ রাখার সাধারণ কিছু উপায় সম্পর্কে যা স্বল্প খরচ ও পরিশ্রমে করা সম্ভব।
- ঘরে স্বপ্নিল পরিবেশ সৃষ্টি করতে জানালা অথবা আয়নার কাছাকাছি স্থানে উজ্জ্বল বাতি লাগাতে পারেন।
- শোয়ার ঘরে বিছানার চারপাশে কেবল পর্দা টাঙিয়েই রোমান্টিকতার ছোঁয়া আনা যায়।
- ঘরের দেওয়াল ও মেঝেতে নানান ধরনের সামগ্রী এবং শতরঞ্জি ব্যবহার করে উষ্ণভাব আনা যায়।
- বিছানার উপরে ঐতিহ্যবাহী জয়পুরী বিছানার চাদর অথবা রঙিন পর্দা ঝোলাতে চাইলে পর্দার রড ব্যবহার করতে পারেন।
- শোয়ার ঘরের একপাশের দেওয়াল ভিন্নধর্মী গাঢ় রং দিয়ে রং করতে পারেন এবং সেখানে স্মৃতিবহুল কোনো ঘটনার নিদর্শন বা নিজেদের ছবি লাগাতে পারেন। ইচ্ছা হলে স্থানটিতে তাক বা ফ্রেম ব্যবহার করে হাইলাইট করতে পারেন।
- দেওয়ালের একপাশে অথবা দরজায় কোনো ছবি এঁকে স্থানটিকে আর বেশি আকর্ষণীয় করে তোলা যায়।
- শোয়ার ঘরের ছাদে রঙিন ঘুড়ি লাগিয়ে অথবা তা দিয়ে কোনো প্রতিকৃতি তৈরি করে প্রাণবন্তের ছোঁয়া আনতে পারেন।
- ঘরকে আনুপাতিকভাবে বড় দেখাতে সস্থা দামের রঙিন কাগজ দিয়ে বল তৈরি করে এলোমেলোভাবে ঘরে ঝোলান।
তাছাড়া ঘরে সতেজতার ছোঁয়া আনতে একগুচ্ছ কাগজ বা কাপড়ের ফুল বিছানার পাশের টেবিলে রাখতে পারেন।
- শোয়ার ঘরে যদি ঝরনা, সমুদ্র, পাহাড় অথবা কোনো খোলাস্থানের বড় আকারের ছবি লাগান তবে তা আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি থাকার অনুভূতি জাগাবে।
ঘর সাজান মনের মত করে আপনার মনের মত ঘর সাজাতে যা প্রয়োজন তা ই পাওয়া যায় মনোহরদী বেডিং এ
No comments:
Post a Comment